এবার সিলেটে মা ও দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুরে একই পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে মা ও দুই শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সিলেটের গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রদীপ কুমার সিংহ বলেন, মঙ্গলবার রাতে কে বা কারা একই পরিবারের তিন জনকে হত্যা করেছে। আহত অবস্থায় হিফজুর রহমান নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড তাৎক্ষণিক তা জানা যায়নি।