Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাকে হত্যার পর তার শরীরের মাংস খাওয়ার দায়ে ১৫ বছরের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২১, ০৯:২০ PM
আপডেট: ১৬ জুন ২০২১, ০৯:২০ PM

bdmorning Image Preview


স্পেনে মাকে হত্যার পর তার শরীরের মাংস খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ঘোষণা হয় স্থানীয় সময় বুধবার।

বিবিসি জানায়, ২০১৯ সালে দণ্ডিত ওই ব্যক্তির বাসায় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তার মায়ের শরীরের বিভিন্ন অঙ্গ খুঁজে পায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২৮ বছর বয়সী আলবার্তো স্যানচেজ গোমেজকে ১৫ বছর কারাগারে কাটাতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে তিনি তার ভাইকে দেবেন ৬০ হাজার ইউরো।

পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম মাদ্রিদে ৬০ বছর বয়সী ম্যারিয়া সোলডেড গোমেজের সন্ধান না পেয়ে এক ব্যক্তি পুলিশে খবর দেন। এরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Bootstrap Image Preview