Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আল্লাহর কাছে নিখোঁজ আবু ত্ব-হার জন্য অভিনেত্রী এ্যানির প্রার্থনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২১, ১২:২৫ AM
আপডেট: ১৮ জুন ২০২১, ১২:২৫ AM

bdmorning Image Preview


আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হার সন্ধান চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন অভিনেত্রী এ্যানি খান। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আল্লাহ, আপনি চাইলে চাইলে সব সম্ভব। উনাকে উনার পরিবারে ফিরিয়ে কাছে ফিরিয়ে দেন। আমিন।’ 

গত বছরের জুনে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী এ্যানি খান। ধর্ম-কর্মে মনোনিবেশ করার কথা বলে অভিনয় থেকে সরে যান। 

এরপর থেকেই তাকে আর কোনো অভিনয় করতে দেখা যায়নি। পোশাকেও এনেছেন পরিবর্তন। পরেন বোরকা ও হিজাব। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। 

ত্ব-হার নিখোঁজ হবার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।

Bootstrap Image Preview