Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক হাতে পাঁচ বোতল ফেনসিডিল নিয়ে সেলফি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২১, ১১:১৭ AM
আপডেট: ২১ জুন ২০২১, ১১:১৭ AM

bdmorning Image Preview


এক হাতে পাঁচ ফেনসিডিলের বোতল হাতে নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন এক যুবক। দিলদার হোসেন (২৩) নামের ওই যুবক এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোরদা গ্রামের সাবু হোসেনের ছেলে। 

গতকাল শনিবার রাতে দিলদার ফেসবুকে ফেনসিডিলের সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, সাবু ও তার ছেলে দিলদার ক্ষমতার দাপটে প্রকাশ্যে মাদক ব্যবসা করে চলেছে। এদিকে দিলদারকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, একাধিক মাদক মামলার আসামি দিলদার হোসেন নিজস্ব বাহিনী তৈরি করে মাদক ব্যবসা করে আসছেন। মাদক ব্যবসার অভিযোগে পুলিশের হাতে একাধিকববার গ্রেপ্তার হলেও দ্রুত সময়ের মধ্যে জামিনে বের হয়ে আসেন তিনি। জামিনে বেরিয়ে আবারও সেই মাদক কারবারে জড়িয়ে পড়েন। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ফেসবুকে ফেনসিডিলের ছবি পোস্টের বিষয়ে শুনেছি। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Bootstrap Image Preview