রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মো. রাব্বি (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বির মা বুবলি আক্তার ঢাকা পোস্টকে বলেন, ৬ মাস হলো সম্পর্ক করে ছেলে বিয়ে করেছে। সে আলাদা বাসা নিয়ে থাকত। মাঝে মধ্যে নেশা করে স্ত্রীকে মারধর করত। বাসা ভাড়া না দেওয়া, বাজার না করা নিয়ে প্রায় সময় তারা দুইজন ঝগড়া করত।
তিনি আরও বলেন, গতকাল রাতে স্ত্রীকে সিগারেট আনতে পাঠায় রাব্বি। পরে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয়। অচেতন অবস্থায় রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বলেন, আমার ছেলে মারা গেছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে গলায় ফাঁস দিয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা মোহাম্মদপুর থানাকে জানিয়েছি। তারা তদন্ত করে দেখছে।