Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রকাশ্যে জাফরুল্লাহকে হুমকি ছাত্রদল নেতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২১, ০৫:০৩ PM
আপডেট: ২৬ জুন ২০২১, ০৫:০৩ PM

bdmorning Image Preview


 

জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বক্তব্য দেয়ার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠানা জাফরুল্লাহ চৌধুরীকে হুমকি দিয়েছেন ছাত্রদলের এক সহসভাপতি।বিএনপির শরিক জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে ‘উল্টাপাল্টা’ বক্তব্য রাখেন অভিযোগ করে ওমর ফারুক কাউসার নামে নেতা বলেন, ‘আপনি আমাদের নেতাকে নিয়ে কথা বলবেন না। যদি বলেন, পরবর্তীকে কিছু হলে কিন্তু আমরা দায়ী না।

আলোচনার এক পর্যায়ে বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়ার প্রসঙ্গে কথা বলতে শুরু করেন জাফরুল্লাহ। মন্তব্য করেন, ‘বিএনপি চলে লন্ডন থেকে আসা ওহি দিয়ে।’তারেক রহমানকে দুই বছর চুপচাপ বসে লন্ডনে পড়ালেখার পরামর্শও দেন জাফরুল্লাহ।এ সময় শ্রোতাদের আসনে থাকা ছাত্রদল নেতা কাউসার তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘ওস্তাদ স্লামাইকুম।’মুহূর্তে সেমিনারকক্ষে উপস্থিত সবাই চমকে যান। সেই ব্যক্তি বলতে থাকেন, ‘আপনি বিএনপির কী? আপনি মিয়া উল্টাপাল্টা কথা বলেন?’

জাফরুল্লাহ চৌধুরী কিছু একটা জবাব দেন।তখন ছাত্রদল নেতার সঙ্গে থাকা একজন বলেন, ‘আপনি জয়রে (প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়) নিয়া বলেন।’জাফরুল্লাহ বলেন, ‘আপনাদের ভালোর জন্য বলি। আপনারা আপনাদের ভালো বোঝেন না।’ছাত্রদল নেতা কাউসার বলেন, ‘না না, আমরা অবশ্যই বুঝি, আমরা আমাদেরটা বুঝি, আপনি আপনারটা বোঝেন। আপনি আমাদের নেতাকে নিয়ে কখনও এভাবে কথা বলবেন না। আপনি আপনাকে নিয়ে কথা বলেন, যদি বলেন, পরবর্তীকে কিছু হলে কিন্তু আমরা জানি না।’

জাফরুল্লাহ বলেন, ‘কোনো কিছু হবে না, আপনারা দায়ী হবেন কেন?’কাউসার বলেন, ‘ধন্যবাদ।’

এই কথোপকথনের পর কাউসার তার সঙ্গীদেরকে নিয়ে সেমিনার কক্ষ ত্যাগ করেন।ওই নেতার নাম ওমর ফারুক কাউসার। তিনি জাফরুল্লাহর সঙ্গে কিছুক্ষণ বাদানুবাদের পর সেমিনার ত্যাগ করেন। শনিবার (২৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এই হুমকি দেন ছাত্রদলের নেতারা। সভাটির আয়োজন করেছিল এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)। 

 

Bootstrap Image Preview