Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১০:১৫ PM
আপডেট: ২৭ জুন ২০২১, ১০:১৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কিছুক্ষণ পর পর সাইরেন বাজিয়ে মগবাজার থেকে অ্যাম্বুলেন্স আসছে আহতদের নিয়ে। সেই সাথে আহতদের স্বজনদের ছুটোছুটিতে আর কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীভাবে বিস্ফোরণটি ঘটলো সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।

এ প্রসঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, হাসপাতালটিতে জরুরি বিভাগে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে অন্তত ১০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটাপন্ন।  

Bootstrap Image Preview