Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মগবাজারের বিস্ফোরণে যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০২:০৪ PM
আপডেট: ২৮ জুন ২০২১, ০২:০৪ PM

bdmorning Image Preview


রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৪টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বিস্ফোরণে ১২টি বাণিজ্যিক ভবন ও দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি যাত্রীবাহী বাস পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

যে ১২ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছেঃ

• রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন
• রাশমনো স্পেশালাইজড হাসপাতাল ভবন
• নজরুল শিক্ষালয় ভবন
• আড়ং শোরুম ভবন
• বিশাল সেন্টার ভবন
• ডম ইনো বাণিজ্যিক ভবন
• বেস্ট বাই ভবন
• বেঙ্গল ট্রেডস সেন্টার ভবন
• ক্যালকাটা ড্রাই ক্লিনার্স সেন্টার
• মগবাজার প্লাজা
• হামদাদ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র
• ভিশন এম্পোরিয়াম সেন্টার

সরেজমিনে দেখা যায়, এসব ভবন প্রতিটিই বহুতল। প্রতিটি ভবনে একাধিক দোকানসহ বাণিজ্যিক অফিসের কার্যালয় রয়েছে। বিস্ফোরণে এসব দোকান ও অধিকাংশ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুটি আবাসিক ভবনের নাম জানা যায়নি।

ঘটনাস্থলে এসে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, এটা কোনো নাশকতা নয়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে। তবে বিস্তারিত ফায়ার সার্ভিস বলতে পারবে। আমাদের জানা মতে ঘটনাস্থলের আশপাশের ৭-১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, গ্যাস জাতীয় কিছু থেকে বিস্ফোরণ হতে পারে। ৩৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে ১৭ জন। মোট আহতের সংখ্যা ৬০-এর অধিক। চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন। তখন বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণে ব্লাস্ট ও সাউন্ড ওয়েভ সৃষ্টি হয়। এতে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল ভবনের সমস্ত পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখনই বলতে পারি ভবনটি (আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন) বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।

Bootstrap Image Preview