করোনাভাইরাস মহামারির মধ্যেও দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের হিসাবে এখন দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ বছরে।
নতুন হিসাবে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর এবং পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর।
২০১৯ সালের হিসাবে নারীদের গড় আয়ু ছিল ৭৪ দশমিক ২ বছর ও পুরুষের ৭১ দশমিক ১ বছর।
এ হিসাবে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু প্রায় সোয়া তিন বছর বেশি।
এর আগের হিসেবে মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর।
সোমবার বিবিএসের ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিস্টিকস ২০২০’ এর প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মূল রিপোর্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক।
রিপোর্ট অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত দেশের জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ ২০ হাজার। ২০১৯ সালে যা ছিল ১৬ কোটি ৬৫ লাখ।
২০২১ সালের জানুয়ারি মাসের সর্বশেষ হিসাবে জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার জনে। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ, এ হিসাবে গত এক বছরে জনসংখ্যা বেড়েছে ২৬ লাখ।