Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ভিডিও প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০২:৩০ PM
আপডেট: ২৮ জুন ২০২১, ০২:৩০ PM

bdmorning Image Preview


রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের আরও একটি ভিডিও যুগান্তরের হাতে এসেছে। 

ভিডিওতে দেখা গেছে, ওয়্যারলেস গেট এলাকায় ব্যস্ত সড়কে যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। হঠাৎ বিকট শব্দে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিস্ফোরণ হয়।

এ সময় চারদিক অন্ধকার হয়ে যায়। মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

Bootstrap Image Preview