Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৩২ মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০২:০০ PM
আপডেট: ২৯ জুন ২০২১, ০২:০০ PM

bdmorning Image Preview


খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এক দিনে এ বিভাগে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বাগেরহাটে ৮, খুলনা ও কুষ্টিয়ায় ৪ জন করে, নড়াইলে ৩, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরায় ২, ঝিনাইদহে ১ এবং সাতক্ষীরায় ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৪৩৭ জন।

Bootstrap Image Preview