Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে সকল সেবা ‘বিধিনিষেধের’ আওতামুক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০১:৫৪ PM
আপডেট: ৩০ জুন ২০২১, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


সারাদেশে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর ‘বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার।

বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে জরুরি সেবাগুলোকে ‘বিধিনিষেধের’ আওতামুক্ত রেখেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিসেবা যেমন- কৃষিপণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকাদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যানশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

Bootstrap Image Preview