Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় ৩ জন গুলিবিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০২:৩০ PM
আপডেট: ৩০ জুন ২০২১, ০২:৩০ PM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে ক্যাম্প সংলগ্ন নিজ বাড়িতে রোহিঙ্গা দুর্বৃত্তের হামলায় স্থানীয় তিন সহোদর গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৩০ জুন) ভোর রাত ৩টার দিকে টেকনাফ নেছারপার্ক (উত্তর), ব্লক-সি/৮, ক্যাম্প-২৭ (জাদিমুরা) এলাকায় এ ঘটনাটি ঘটে।

ক্যাম্পে কর্মরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক জানান, পূর্ব শত্রুতার জেরে মৃত বশিরের তিন ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমুল্লা (৩০), নুরু (৩৫) ও আবু তাহের কালু স্থানীয় হাবিবুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে যান। এতে হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হাছন গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।তিনি আরো জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview