রাজশাহী মহানগরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।শহরের দাশপুকুর এলাকায় বুধবার বেলা ১টার দিকে এ সংঘর্ষ ঘটে।নিহতরা হলেন দাশপুকর এলাকার শফিকুল ইসলাম ও জয়নাল হোসেন।সংঘর্ষের ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।
নিহতরা হলেন, দাসপুকর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)। স্থানীয় দুই প্রভাবশালী মাহাতাব ও শফিকুলের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ওই এলাকার বিরোধপূর্ণ একটি জমি নিয়ে মাহাতাব হোসেন ও আব্দুস সালামের মধ্যে প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলছিল।
এরই জেরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে সম্ভাব্য আরও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ওসি আরও বলেন, স্থানীয় প্রভাবশালী মাহাতাব ও শফিকুলের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের একজন করে মারা যান। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, মাহাতাব গ্রুপের দাসপুকুর এলাকার মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী মোসা. সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। অন্যদিকে শফিকুর গ্রুপের শফিকুল নিজেই মারা গেছেন। তার গ্রুপের আহতরা হলেন, শফিকুলের ভাই সালাম (৪০), লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। এ ঘটনায় উভয়পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান নগরীর রাজপাড়া থানার ওসি।