Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জলাবদ্ধ রাস্তার অটোরিকশা পড়ে নিহত দুই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০৪:৪৩ PM
আপডেট: ৩০ জুন ২০২১, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


রাস্তায় জলাবদ্ধতার কারণে পাশের ড্রেন শনাক্ত করতে পারেননি সিএনজিচালিত অটোরিকশার চালক। আর তাতেই অটোরিকশা পড়ে যায় ড্রেনে। পানির স্রোতে গাড়িটি চলে যায় প্রায় এক কিলোমিটারের মতো। এতে নিহত হন অটোরিকশাচালক মো. সুলতান ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকার রাস্তার পাশের ড্রেনে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, পাঁচলাইশ থানা এলাকা থেকে দুপুরে সড়কের পাশে ড্রেনে পড়ে আহত হওয়া এক অটোরিকশা চালক ও নারী যাত্রীকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview