Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জরুরি কাজে বের হলেও মাস্ক না পরায় জরিমানা আদায় করছে র‌্যাবের ম্যাজিস্ট্রেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২১, ১২:০৫ PM
আপডেট: ০১ জুলাই ২০২১, ১২:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কভিড-১৯ সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বিধিনিষেধ অমান্য করে যাতে কেউ বাইরে চলাচল করতে না পারে তা নিশ্চিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে র‌্যাব-৩ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

সরকারের আদেশ মেনে জরুরি কাজ ছাড়া নাগরিকরা অযথা রাস্তায় বের হচ্ছেন না বলে জানান তিনি। তিনি বলেন, বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চারজনকে ১২০০ টাকা জরিমানা করা হয়েছে। জরুরি কাজে বের হলেও মাস্ক না থাকায় তাদের জরিমানা করা হয়।

শাহবাগ মোড় হয়ে মৎস্যভবনের দিকে যাওয়া প্রায় প্রতিটি গাড়িকে থামিয়ে কোথায়, কেন যাচ্ছে, তা জিজ্ঞাস করা হচ্ছে। প্রথম আধাঘণ্টায় যাদের পাওয়া গেছে, তাদের অধিকাংশ চিকিৎসা সংক্রান্ত কাজে বের হয়েছেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু  বলেন, সংক্রমণের হার কমাতে সরকার যে বিধিনিষেধ দিয়েছে, সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি। আজ এখন পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বের হয়েছে এমন কাউকে পাওয়া যায়নি।

নাগরিকরা সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, বিগত সময়ে মানুষ যেভাবে তুচ্ছ কারণে বের হয়েছে, এবার তেমনটা দেখা যাচ্ছে না।

Bootstrap Image Preview