Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরকীয়ার জেরে স্বামীসহ ২ সন্তানকে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৭:৩৯ PM
আপডেট: ০২ জুলাই ২০২১, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


পরকীয়ার জেরে ভারতের পাঞ্জাবে এক নারী তার প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী ও দুই সন্তানকে খুন করেছেন।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পাঞ্জাবের ফরিয়াবাদ সীমান্ত সংলগ্ন এলাকার একটি বাড়িতে স্বামী ও তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে খুন করেন মর্জিনা খাতুন ও অরিজিৎ সিংহ। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

প্রতিবেদনে বলা হয়, অরিজিৎ সিংহের সঙ্গে মর্জিনা খাতুনের পরকীয়ার সম্পর্ক ছিল। তারা পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটান।

ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জের গৌরি পঞ্চায়েতের হাতিয়া স্কুল সংলগ্ন পাঠালটুলির বাসিন্দা ছিলেন মঙ্গু শেখ। তিনি গত বছর ছেলে আলি শেখ, সোহেল আলি ও মেয়ে আদুরি খাতুনকে নিয়ে কর্মস্থল পাঞ্জাবে যান।

এদিকে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আদুরি খাতুনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।

Bootstrap Image Preview