পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১২ ঘণ্টা নরসিংদী শহর ও এর আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ শনিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বিকেল ৩টা থেকে রবিবার রাত ৩টা পর্যন্ত ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ নরসিংদী শহর এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, শিলমান্দী, পাঁচদোনা এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।