Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের ভূমধ্যসাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ০৫:২৪ PM
আপডেট: ০৪ জুলাই ২০২১, ০৫:২৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা ৮৪ আরোহীকে উদ্ধার করা হয়েছে।

তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, শনিবার (৩ জুলাই) ডুবে যাওয়া ওই নৌকায় যাত্রীদের বেশিরভাগ বাংলাদেশ, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিকরা ছিলেন। এটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুওয়ারা থেকে যাত্রা করেছিল।

প্রতিবেদনে  জানানো হয়, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলের ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার উদ্ধার করেছে নৌবাহিনী।

লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এসব অভিবাসীর বেশিরভাগেরই গন্তব্য ইতালি। ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার আবার বেড়েছে।

Bootstrap Image Preview