Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছেলের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন বাবা, 'সৎমা'কে নিজের কাছে ফেরাতে মামলা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২১, ০১:৫৬ PM
আপডেট: ০৫ জুলাই ২০২১, ০১:৫৬ PM

bdmorning Image Preview


ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন বাবা। ঘটনা জানতে পেরে ওই নারীকে নিজের কাছে ফেরাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার আগের স্বামী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলায়।

সংবাদমাধ্যমের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন ওই যুবকের বাবা। পেশায় পরিচ্ছন্নতাকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি সংসারে টাকাপয়সা পাঠানোও বন্ধ করে দেন। 

এরপর তার ঠিকানা জানতে তথ্যের অধিকার আইনে (আরটিআই) মামলা করেন যুবক। জানতে পারেন তার নতুন মায়ের কথা। যার  সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয়েছিল যুবকের। 

সে সময় দুজনই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। সে বিয়েও টিকেছিল মাস ছয়েক। স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহবিচ্ছেদ করেন মেয়েটি। তারপর শত চেষ্টাতেও ফিরে আসেননি। 

সাবেক স্ত্রীর সম্পর্কে জানতে পেরে পুলিশে অভিযোগ করেছেন ওই যুবক। তার অভিযোগের পর দু’পক্ষকে আলোচনায় ডাকে পুলিশ।

তবে সৎমায়ের দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখেই আছেন তিনি। তাদের সংসারে একটি দুই বছরে সন্তানও রয়েছে। আগের স্বামীর কাছে ফিরতে চান না তিনি। 

বিসৌলি থানার এক কর্মকর্তা বলেন, যুবকের প্রথম বিয়ের সময় দুপক্ষই নাবালক ছিল। তাছাড়া সে বিয়ের কোনো কাগজপত্র নেই। তাই মামলা রুজু করা সম্ভব হয়নি। 

Bootstrap Image Preview