Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'আমি আওয়ামী লীগের লোক, আমাকে না বলে ত্রাণ দিবেন কেন?'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২১, ১০:১০ PM
আপডেট: ০৫ জুলাই ২০২১, ১০:১০ PM

bdmorning Image Preview


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কালের কণ্ঠ শুভসংঘের তত্ত্বাবধানে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণে বাঁধা দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। আজ সোমবার (৫ জুলাই) তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান দাখিল মাদরাসা মাঠে ত্রাণ বিতরণ করতে গিয়ে শালবাহান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালু নামে এক ব্যক্তি সাংবাদিক  আতাউর রহমান কাবুলকে বিকেল ৪টা ১৮ মিনিটে ফোন করে ত্রাণ বিতরণে বাঁধা দেন।

মোবাইল ফোনে রেকর্ড হওয়া উভয়ের কথোপকথনের অডিও নিচে তুলে ধরা হলো...

নুরুল ইসলাম লালু : হ্যালো কাবুল, কোথাই আছো? 
কাবুল : শালবাহানে। কে বলছিলেন ভাই?
নুরুল ইসলাম : আমি আওয়ামী লীগের সেক্রেটারি, ৪ নং শালবাহান ইউনিয়ন।
কাবুল : কি নাম আপনার?
নুরুল ইসলাম : নুরুল ইসলাম লালু ভাই।
কাবুল : ভালো আছেন ভাই?
নুরুল ইসলাম : জ্বি ভালো।
কাবুল : কি খবর ভাই বলেন?
নুরুল ইসলাম : খবর তো তোমাদের কাছে! তোমরা ত্রাণ বিতরণ করলা। আমাদের ইউনিয়নে বিতরণ করলা জানাইলাও না। ঘটনা কি?
কাবুল : জানাতে হবে কেন? ত্রাণ বিতরণ তো সারা দেশেই চলছে। আমাদের স্বেচ্ছাসেবীরাই এসব ত্রাণ বিতরণ করছেন। 
নুরুল ইসলাম : কারা বিতরণ করছেন?
কাবুল : কালের কণ্ঠ পত্রিকার দেশব্যাপী একটি সংগঠন আছে যার নাম "শুভসংঘ"। শুভসংঘের স্বেচ্ছাসেবীরা এসব ত্রাণ বিতরণ করছে। আমরা তো কোনো রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে ত্রাণ বিতরণ করছি না।
নুরুল ইসলাম : না করলে ঠিক আছে, তাহলে এখানে উপজেলা চেয়ারম্যান আসলো কেন? 
কাবুল : তিনি উপজেলা চেয়ারম্যান, উনার পদাধিকার বলে এসেছেন।
নুরুল ইসলাম : আমার ইউনিয়নে ত্রাণ বিতরণ করলে অবশ্যই আমাকে জানাতে হবে।
কাবুল : কেন জানাতে হবে?
নুরুল ইসলাম : আমরা সরকারি দলের লোক। ত্রাণ বিতরণ করতে হলে সরকারি দলের লোককে জানাতে হবে।
কাবুল : সরকারিভাবে তো এই ত্রাণ বিতরণ হচ্ছে না।
নুরুল ইসলাম : বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ করলেও সরকারি দলের লোককে জানাতে হবে।
কাবুল : কেন জানাতে হবে?
নুরুল ইসলাম : ১'শ বার জানাতে হবে। না জানালে অন্য ইউনিয়নে দিবেন, আমার ইউনিয়নে নয়।
কাবুল : আমরা গরিব লোকজনকে দিচ্ছি। 
নুরুল ইসলাম : গরিব লোককে দিলেও আমাকে জানাতে হবে। আপনারা কে?

এই বলে নুরুল ইসলাম লালু ফোনটি কেটে দেন।

এই ঘটনায় শুভসংঘের স্বেচ্ছাসেবীসহ স্থানীয় লোকজন অবাক হয়ে যায়। পরে বিষয়টি জানতে চাইলে আতাউর রহমান কাবুল বলেন, আমরা শালবাহান দাখিল মাদরাসা মাঠে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ করছিলাম। এ সময় শালবাহান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয়ে নুরুল ইসলাম লালু ভাই নামে একজন আমাকে ফোন দেন। কেন তাকে ত্রাণ বিতরণের কথা বলা হয়নি এজন্য তিনি ক্ষিপ্ত হন। এক পর্যায়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন। আমি খুব ভদ্রভাবে উনার সাথে কথা বলছিলাম। কিন্তু উনার কথাবার্তা ছিল হিংসাত্মক এবং অনেকটা হুমকিস্বরূপ।

আতাউর রহমান কাবুল জানান, বিষয়টি তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুকে অবহিত করেছেন। এ বিষয়ে নুরুল ইসলাম লালুর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

শালবাহান ইউনিয়নের আব্দুর রহমান বলেন, এই লালু স্থানীয়ভাবে চাঁদাবাজ হিসেবে পরিচিত। লোকজনকে হুমকি-ধামকি দিয়ে টাকা তোলাই তার কাজ। সাইদুর চেয়ারম্যানের আমলে ছাগল চুরির অপরাধে আনুষ্ঠানিক বিচারের মাধ্যমে তাকে মার ও দেয়া হয়েছিল। তার কারণে এখানে মূল ধারার লোকজন আওয়ামী লীগ করতে পারছে না। এই ত্রাণ বিতরণ কার্যক্রম তাদের হাতে দিলে লালু বরং গরিব লোকের কাছ থেকে টাকা নিত।

Bootstrap Image Preview