Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১২:৩৭ PM
আপডেট: ০৬ জুলাই ২০২১, ১২:৩৭ PM

bdmorning Image Preview


কলকাতার ছবিতে বাংলাদেশি মডেল-অভিনেত্রী মিথিলার কাজ করার গুঞ্জন ছড়িয়েছে। তবে মিথিলা কিংবা ছবির পরিচালক রাজর্ষি দে কেউ বিষয়টি নিশ্চিত করেননি। রাজর্ষি দে ২০২০-র নভেম্বরে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির শ্যুটিং শেষ করেছেন। খবর সত্যি হলে তার আগামী ছবির বিষয় শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’। সম্ভবত লেডি ম্যাকবেথ রাজর্ষির আগামী ছবিতে বেশি গুরুত্ব পাবে। টলিপাড়া সূত্রে খবর, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

এ বিষয়ে রাজর্ষি জানিয়েছেন, ‘পুরোটাই গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিল। মহামারী করোনা ও লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। সেই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।’

গুঞ্জনের বিষয়ে গণমাধ্যমকে মিথিলা জানিয়েছেন, ‘কলকাতার তিনজন পরিচালক যোগাযোগ করেছেন। কন্ট্রাক্ট সাইন করলেই বিস্তারিত জানাব। গত বছরই কলকাতার সিনেমায় কাজ করার কথা ছিল। শুটিং শুরু হয়েও শেষ মুহূর্তে হয়নি।’

Bootstrap Image Preview