Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনায় আক্রান্ত আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হবার দোয়া চেয়েছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ১২:৪৭ PM
আপডেট: ০৭ জুলাই ২০২১, ১২:৪৭ PM

bdmorning Image Preview


আলোচিত ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়ে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (০৬ জুলাই) রাত ৯টার দিকে মাওলানা সাইফুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর ভাই ডা. নুরুল্লাহ ও ডা. নিয়ামতুল্লাহ একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘আপনাদের প্রিয় ভাই মুহাম্মদ সাইফুল্লাহ কভিডে আক্রান্ত হয়েছেন। তাঁর কিডনির সমস্যাও বেড়েছে। আপাতত বাসায় থেকে ডা. ফয়সাল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি তাঁর এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।’

কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন মাওলানা সাইফুল্লাহ।

Bootstrap Image Preview