Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের মঞ্চে বরকে জুতাপেটা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ০১:১৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০২১, ০১:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


বিয়ের আসরে বরকে ইচ্ছেমতো জুতা দিয়ে পিটিয়েছেন এক নারী। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের উত্তর প্রদেশে হমিরপুর জেলার এক বিয়ের আসরে এই ঘটনা ঘটে। বিয়ে শেষে বর-কনে যখন মালাবদল করছিলেন, তখন হঠাৎ এক নারী মঞ্চে উঠেন। তিনি ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে দিয়ে পা থেকে স্যান্ডেল খুলে ইচ্ছেমতো বরকে জুতা দিয়ে মারতে থাকেন। এ সময় উপস্থিত অতিথিরা ওই ঘটনা ভিডিও করে রাখে।

পরে জানা যায়, ওই নারী বরের মা। ছেলে নিচু গোত্রে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে তিনি বিয়ের আসরেই নিজেকে সামলাতে না পেরে এই কাণ্ড ঘটান।

প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই ছেলেটির মা এই অসবর্ণ বিয়েতে রাজি ছিল না। কিন্তু ছেলেটি আগেই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছিলেন। পরে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের আসরেই পুরোনো ক্ষোভ মাথা চাড়া দিয়ে উঠে বরের মায়ের। তার তাতেই এই কাণ্ড ঘটান তিনি।

Bootstrap Image Preview