Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুচকার তৈরি মালা-মুকুট পরে তরুণীর বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ০৪:৪৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০২১, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


ফুচকা অনেকেরই পছন্দের একটি খাবার। কারও কারও আবার খাবারটা এতটাই পছন্দের যে রাস্তার পাশে ফুচকার দোকান দেখলে লোভ সামলাতে পারেন না। ছুটে খেতে চলে যান। তাই বলে ফুচকা ভালোবেসে নিজের বিয়েতে সাজের অনুষজ্ঞ হিসেবে এর ব্যবহারের ঘটনা কমই আছে।  শুনতে অদ্ভুত লাগলেই এমনই এক ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণী এক বিয়েতে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক বিয়ের ভিডিওতে দেখা গেছে, দক্ষিণী এক বিয়ের আসরে কনে সাজের অনুষজ্ঞ হিসেবে ফুচকা ব্যবহার করেছেন। দক্ষিণী ওই তরুণী বিয়ের সাজপোশাক পরে ফুচকার তৈরি মাথার মুকুট এবং গলার মালা পরেছেন। এমনকী, তার হাতে সাজেও দেখা যায় ফুচকার অলংকার। কনের প্লেটেও অনেক ফুচকা দেখা গেছে। ভিডিওতে আরও দেখা গেছে, কনে বিয়ের রীতির জন্য বসতেই ঘর থেকে একজন বেরিয়ে কনের মাথায় ফুচকার মুকুট পরিয়ে দেন। এরপরই কনে হাসতে থাকতেন।

দক্ষিণী বিয়ের কনের ওই সাজ দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় জোর আলোচনা। কেউ কেউ এমন সাজের প্রশংসা করেছেন। কেউ আবার মেয়েরা কেন এত ফুচকা পছন্দ করে তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার নিজেদের বিয়েতেও এই ধরনের ফুচকার সাজে সেজে ওঠার কথা জানিয়েছেন।

Bootstrap Image Preview