Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিতাই মহন্তের সঙ্গে 'সোনা'র ৫ মূর্তি!

প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ০৯:৩৮ PM
আপডেট: ০৭ জুলাই ২০২১, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


বগুড়ায় নকল স্বর্ণের পাঁচটি মূর্তিসহ নিতাই মহন্ত (৩৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে শহরের সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিতাই বগুড়া শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার মৃত প্রল্লাদ মহন্তের ছেলে।

র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান,  গ্রেপ্তারকৃত নিতাই দীর্ঘদিন ধরে জনসাধারণকে প্রতারিত করে মূর্তি বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview