করোনার সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনে সব কিছু বন্ধ রয়েছে। এরই মধ্যে বিধি-নিষেধ উপেক্ষা করে বরগুনার বেতাগী পৌরসভায় বেশ কিছু শিক্ষক তাদের নিজের বাসায় বসে এবং কেউ বিদ্যালয়ের আশে পাশে কক্ষ ভাড়া নিয়ে দরজা-জানালা বন্ধ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং ক্লাসে পড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপন সূত্রে জানা গেছে, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্ব এলাকা, সরকারি কলেজের আশে পাশে, ৩ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডের আশেপাশের এলাকা, ৭ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় কয়েকজন শিক্ষক তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণির সকল বিষয়, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির গণিত, ইংরেজি, বাংলা, পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াচ্ছেন।
প্রাইভেট ও কোচিংয়ে পড়তে যাওয়া এসব শিক্ষার্থীরা নতুন কৌশল অবলম্বন করে শপিং ব্যাগে করে বই খাতা, কাঠ পেন্সিল, কলমসহ শিক্ষা উপকরণ নিয়ে যাচ্ছে। সকাল ৭ থেকে দুপুর ১২ টা পর্যন্ত, দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৬ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পড়াচ্ছেন। এক একটা ব্যাচে ৮-১৫ জন করে শিক্ষার্থী পড়াচ্ছেন এসব শিক্ষকরা।
কেউ জিজ্ঞাসা করলে শিক্ষার্থীরা আত্মীয় স্বজনের বাসায় একটু বেড়াতে যাচ্ছে এ ধরণের কৌশল অবলম্বন করছেন।
তবে একাধিক অভিভাবক জানান, 'করোনার সংক্রমন বেড়ে গেছে, এ অবস্থায় পৌরসভা এলাকায় সরকারি বিধি-নিষেধ অমান্য করে কঠোর লকডাউনের মধ্যে ঝুঁকি নিয়ে না পড়ালে ভালো হতো।'
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,'কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে যারা পড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'