Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী জাহাজে বিস্ফোরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২১, ০৬:২৪ PM
আপডেট: ০৮ জুলাই ২০২১, ০৬:২৪ PM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুবাইয়ের গভর্নরের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। 

স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) রাতের ওই বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। দুবাইয়ের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আকাশে একটি অগ্নিগোলক উঠে যেতে দেখা গেছে।

তবে এ ঘটনায় কারো হতাহত হওয়া বা জেবেল আলী বন্দর কিংবা পার্শ্ববর্তী জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাহাজটিতে বিস্ফোরণের সময় পার্শ্ববর্তী এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটের ওই বিস্ফোরণের ঝাঁকুনি বন্দর থেকে ২৫ কিলোমিটার দূরের অধিবাসীরাও অনুভব করেছেন।

দুবাই কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে।

Bootstrap Image Preview