Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, বন্যার আশঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ১২:৩২ PM
আপডেট: ০৯ জুলাই ২০২১, ১২:৩২ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা  করছে নদীতীরবর্তী  মানুষ ও পানি উন্নয়ন বোর্ড।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে বাড়তে থাকা পানি রাত ৯টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বাড়তে থাকা পানি সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর রাত ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়। ভারতের গজলডোবা ব্যারাজেরও সবগুলো জলকপাট খোলা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, রাতে ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারত থেকে আসা পানির ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। 

Bootstrap Image Preview