Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেসির ফাইনাল খেলা নিয়ে সংশয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১২:১৪ AM
আপডেট: ১১ জুলাই ২০২১, ১২:১৪ AM

bdmorning Image Preview


লিওনেল মেসির পায়ে রক্ত। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ফ্র্যাঙ্ক ফাবরার ফাউলে ভয় ধরেছিল আর্জেন্টিনা সমর্থকদের মনে। শঙ্কা জেগেছিল ফাইনালে খেলতে পারবেন কি না তিনি। অবশ্য কলম্বিয়ার বিপক্ষেই অল্প সময়ের জন্য বাইরে গিয়ে মাঠে ফিরেছিলেন মেসি। 

তবুও সমর্থকদের মনে ভয়টা ছিলই। আপাতত অবশ্য খুব একটা শঙ্কার কিছু নেই। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনটিই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস। দলের সঙ্গে মেসি পুরোদমে অনুশীলন করেছেন বলেই জানায় তারা। 

মেসির চোট গুরুতর নয় বলেও জানা গেছে।  সম্পূর্ণ সুস্থ আছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। পায়ে হালকা লেগে রক্ত ঠিকই বের হয়েছে। কিন্তু চোট গুরুতর হয়নি। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে মাঠে নামাটা মেসির তাই নিশ্চিতই। 

এই নিয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের পঞ্চম ফাইনাল খেলতে নামবেন লিওনেল মেসি। আগের চার ফাইনালের কোনোটিতেই গোল করতে পারেননি। এবার সুযোগ ওই আক্ষেপ দূর করার। সঙ্গে আন্তর্জাতিক ট্রফি জয়ের বহুদিনের অপেক্ষাটা শেষ করার।

Bootstrap Image Preview