Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাগলের গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ১১:১৫ PM
আপডেট: ১২ জুলাই ২০২১, ১১:১৫ PM

bdmorning Image Preview


ছাগল কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে  আবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় নিহতের পুত্রবধূ বাদি হয়ে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

এর আগে রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।গ্রেফতাররা হলেন- উপজেলার সাতৈর গ্রামের মো. রফিকুল ইসলাম মোল্যা (৪৫), রাজ্জাক মোল্যা (৫৫), সুজন মোল্যা (৩৫), শাহিন মোল্যা (৩০), চয়ন মোল্যা (২০), হোসাইন মোল্যা (২৫), নেহাল সিকদার (৪০) ও জুয়েল সিকদার (৪০)। গ্রেফতারদের মধ্যে দু’পক্ষের লোকজনই রয়েছেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে রাজ্জাক শেখের ছাগল জাফর শেখের বাড়ির একটি কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক ও জাফরের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন জাবের শেখ (৩০)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে দু’পক্ষ দলবেঁধে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও আটজনকে গ্রেফতার করে।

বোয়ালমারী থানার এএসআই আক্কাচ আলী জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের চলমান বিধিনিষেধ অমান্য করে এক জায়গায় জড়ো হয়ে সংঘর্ষের অপরাধে ১৭ জনের নামে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

Bootstrap Image Preview