রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ জুলাই) সন্ধায় মগবাজারের শেখ দিলু বেপারী ওয়া্কফ এষ্টেট জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো - মোঃ আবু জাহের ও মোঃ শাহাদত হোসেন।
মঙ্গলবার (১৩ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম।
তিনি বলেন, সোমবার (১২ জুলাই) সন্ধা ৬ টা ২০ মিনিটে হাতিরঝিল থানার শেখ দিলু বেপারী ওয়া্কফ এষ্টেট জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ পথে লাভবান হওয়ার আশায় কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এ সংক্রান্তে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।