Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোমা আতঙ্কে আর্জেন্টিনা ছাড়তে পারছেন না মেসি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ১২:০৩ PM
আপডেট: ১৪ জুলাই ২০২১, ১২:০৩ PM

bdmorning Image Preview


কয়েক দিন আগেই দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। কোপা আমেরিকা জয়ের পর সর্বকালের সেরার বিতর্কেও অনেক এগিয়ে গেছেন তিনি। দেশে এসে মেতেছিলেন উৎসবে। বিমানবন্দরে বোমা আতঙ্কে দেশ ছাড়তে পারছেন না আর্জেন্টাইন অধিনায়ক।

সব কিছু শেষ করে মঙ্গলবার দেশ ছাড়ার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু ছুটিতে বেড়াতে যাওয়ার সময় বাধলো বিপত্তি।

দেশটির ফিশারটন বিমানবন্দর থেকে প্লেনে উড়ার কথা তার। কিন্তু হঠাৎ করে সেখানে বোমা আতঙ্ক রয়েছে এমন খবর আসার পর মেসির ছুটিতে যাওয়া বাতিল করা হয়েছে। এমন খবর দিয়েছে আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যম।

ব্রাজিলকে হারিয়ে রোববার ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সঙ্গে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট দাতাও ছিলেন তিনি।

কোপা শেষ করে সতীর্থদের সঙ্গে দেশে ফেরেন মেসি। বার্সেলোনার সঙ্গে চুক্তি না হলেও ক্লাবটিতে থাকছেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। নতুন মৌসুম শুরুর আগে ছুটিতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বোমা আতঙ্কে মঙ্গলবার আর্জেন্টিনা অধিনায়ক দেশ ছাড়ছেন না বলেই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

গত রবিবার (১১ জুলাই)  রিও ডি জেনেরিও’র বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোপার চলতি আসরের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন  হয়েছে আর্জেন্টিনা।

Bootstrap Image Preview