Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একটায় মন ভরে না সানি লিওনের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১২:৩৮ PM
আপডেট: ১৫ জুলাই ২০২১, ১২:৩৮ PM

bdmorning Image Preview


সানি লিওনকে কেউ বলেন স্বপ্নসুন্দরী, কারো চোখে নীলকন্যা আবার কেউ মনে করেন দুষ্টু-মিষ্টি পর্নোস্টার। সমকামী তকমাপ্রাপ্ত এই অভিনেত্রী দীর্ঘ সময় বাদে কিছুকাল আগে স্বাদবদলের কথা ব্যক্ত করায় বিশ্বজুড়ে উঠেছে হৈ চৈ রব। কী এমন কারণ? যার জন্য তিনি পরিবর্তন করতে বাধ্য হলেন সেক্সরুট? কানাডার এই পর্নোতারকা আসলে জন্মসূত্রে ভারতীয়।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দারুণ সুন্দর বাড়ি রয়েছে সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের । কিন্তু তাতেই সন্তুষ্ট নন অভিনেত্রী। এবার তাই মুম্বইতে একটি বিলাসবহুল বাড়ি কিনে ফেললেন তিনি।

বুধবার নিজের ইনস্টাগ্রামে নতুন বাড়ির ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। আর সানির নতুন বাড়ির ছবি নিমেষে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে ভক্তদের।

ছবি শেয়ার করে সানি ক্যাপশনে লিখেছেন, 'ভারতীয় জীবনে নতুন অধ্যায়ের সূচনা'। পরিবারের সঙ্গে মজা করে খাওয়াদাওয়া করতে ব্যস্ত দেখা গিয়েছে সানিকে।

তিন ছেলেমেয়ে নিশা, নোয়া ও অ্যাশের এবং স্বামী ড্যানিয়েলকে নিয়ে পিৎজায় ডুব দিয়েছেন সানি।

গত বছর করোনার শুরু হওয়ার পর বেশ কিছুদিন লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছিলেন সানি ও ড্যানিয়েল। এর পর অবশ্য বছরের শুরুতেই ভারতে ফিরে আসেন তারা।

২০১৭ সালে নিশাকে দত্তক নেন সানি ও ড্যানিয়েল। এর পর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে নোয়া ও অ্যাশেরের মা হন সানি।

 

 

Bootstrap Image Preview