Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৫:০৮ PM
আপডেট: ১৫ জুলাই ২০২১, ০৫:১০ PM

bdmorning Image Preview


রাঙামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন জানিয়েছেন, শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলের শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনা ঘটায়।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে। তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

নিহত কনস্টেবল কাইয়ুমের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

Bootstrap Image Preview