Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইভ্যালির বন্ধের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১২:০৩ AM
আপডেট: ১৯ জুলাই ২০২১, ১২:০৩ AM

bdmorning Image Preview


ইভ্যালি বন্ধ করে দেওয়া হবে কিনা সে বিষয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তবে ইভ্যালিকে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের জবাব দিতে বলা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

এদিনে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংক, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এবং জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের (ডিএনসিআরপি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেন সচিব।

বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স ব্যবসাকে সুশৃঙ্খল করতে এই জরুরি বৈঠক করে। কারণ, কিছু ই-কমার্স প্রতিষ্ঠান একটি অপকর্মের ব্যারেজ তৈরি করেছে।

বৈঠক শেষে বাণিজ্য সচিব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ই-কমার্স এবং এফ-কমার্স প্রতিষ্ঠানকে অবশ্যই ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর নিতে হবে।

এ ছাড়াও, প্রতিটি ই-কমার্স প্রতিষ্ঠানের অবশ্যই ডিএনসিআরপির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে একজন কমপ্লায়েন্স অফিসার থাকতে হবে। তাহলে ভুক্তভোগী এবং তদের দায়ের করা অভিযোগ গুরুত্ব পাবে।

সচিব জানান, তারা অভিযোগের বিষয়টি তাৎক্ষণিক পর্যালোচনা করবে এবং একটি সফটওয়ারের সাহায্যে স্বচ্ছতা নিশ্চিত করবে। যেটি খুব শিগগির তৈরি করা হবে।

Bootstrap Image Preview