Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকিনি পরে মোনালিসা বললেন ‘ব্যস্তা ভুলে আরাম করো'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ০২:১৩ PM
আপডেট: ১৯ জুলাই ২০২১, ০২:১৩ PM

bdmorning Image Preview


তার আসল নাম অন্তরা বিশ্বাস। তবে সবার কাছে মোনালিসা নামেই বেশি পরিচিত। আগে ভোজপুরী সিনেমায় কাজ করতেন তিনি। তবে এখন টালিউডের নিয়মিত মুখ। একাধিক ওয়েব সিরিজে তার শরীরী আবেদন দর্শকদের কুপোকাত করেছে।

দর্শকপ্রিয় ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তিনি ঝুমা বৌদি রূপে অভিনয় করেছিলেন। তার খোলামেলা অবয়ব নিয়ে যেমন আলোচনা হয়েছিল, আবার সমালোচনাও কম হয়নি।

সেই বৌদি এখন রয়েছেন গোয়ায়। ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান এটি। স্বামী বিক্রম সিং রাজপুতের সঙ্গে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন তিনি। সেখানেই বিকিনি পরে ক্যামেরাবন্দী হয়েছেন লাস্যময়ী মোনালিসা।  

কখনও শ্যাওলা রঙের বিকিনি, কখনও নীল রঙের বিকিনি টপ ও স্কার্টে, কখনও আবার হালকা নীল চাপা পোশাক পরে গোয়া মাতাচ্ছেন অভিনেত্রী। এছাড়া স্বামীর সঙ্গে মজার রিল ভিডিও বানিয়েও অনুসারীদের মনোরঞ্জন করছেন তিনি।

মোনালিসার শেয়ার করা একটি ছবিতে তাকে শ্যাওলা রঙের বিকিনিতে দেখা গেছে। তিনি বসে রয়েছেন একটি সুইমিং পুলের কিনারে। তার উন্মুক্ত পিঠ; পায়ে পড়া রোদের আলো যেন উষ্ণতার সেতু।  

ছবিগুলোর সঙ্গে মোনালিসা লিখেছেন, ‘ব্যস্তা ভুলে আরাম করো’। এছাড়া নিজেকে ‘ওয়াটার বেবি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

Bootstrap Image Preview