চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে (তহা বাজারে) আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৭টার আশপাশে।আগুনে কাপড়, ব্যাগ, মোনহারি, জর্দাসহ বিভিন্ন পণ্যের পাইকারি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।ফায়ার সার্ভিস জানায়, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুরের ইউনিট যোগ দেয়, আসে রাজশাহীর গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিটও। পাঁচটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত তাজ ফ্যাশনের মালিক মোহাম্মদ লিটন বলেন, একটা সুতাও পাইনি, সব পুড়ে ছাই হয়ে গেছে।আগুন নেভাতে অতিরিক্ত সময় লাগার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন, আগুন নেভাতে এত সময় কেন লাগবে, তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, এখানে ছোট ছোট ঘর। আগুন নেভানোটা খুব কষ্টকর ছিল। এতে কেউ আহত বা নিহত হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের পরই জানা যাবে।