Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বপ্ন যার, সত্যি করার জন্য তাকেই লেগে থাকতে হবে: শাকিব খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০১:৫১ PM
আপডেট: ২৬ জুলাই ২০২১, ০১:৫১ PM

bdmorning Image Preview


সোশ্যাল মিডিয়ায় আজকাল বেশ সরব শাকিব খান। নিজের ছবি-ভিডিও শেয়ার, সহকর্মীদের বিশেষ দিনে স্মরণ, শুভেচ্ছা বার্তার পাশাপাশি মাঝে মাঝে মনের কথাও জানান অনুরাগীদের।

সোমবার সকাল সকাল নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে ‘আসসালামু আলাইকুম .. শুভ সকাল’ জানিয়ে শাকিব লেখেন, “প্রতিদিন সকালে আমাদের দুটো পথ তৈরি হয়! প্রথমত, স্বপ্নের ঘোরে ঘুমিয়ে থাকা। অন্যটি, ঘুম থেকে উঠে স্বপ্নটা সত্যি করার আপ্রাণ চেষ্টায় লেগে যাওয়া। স্বপ্ন যার, সত্যি করার জন্য তাকেই লেগে থাকতে হবে! সবাই নিরাপদে থাকি, অন্যদেরও নিরাপদে রাখি ...”

আগে সারা বছর শুটিং ফ্লোরে পাওয়া গেলেও কভিডের কারণে গত দেড় বছরে মাত্র তিনটি নতুন ছবিতে কাজ করেছেন শাকিব খান। এর মধ্যে ‘নবাব এলএলবি’ প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে, পরে সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির জন্য তৈরি আছে ‘অন্তরাত্মা’। এ ছাড়া অল্প কয়েক দিনের দৃশ্যধারণে শেষ হবে ‘লিডার আমিই বাংলাদেশ’।

Bootstrap Image Preview