চট্টগ্রামে চোলাই মদ ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে।
রোববার রাত তিনটার দিকে নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি আব্দুল মান্নান ও তার ছেলে মো. নোমানকে গ্রেপ্তার করা হয়। তবে বিষয়টি সোমবার বিকেল সোয়া চারটার দিকে গণমাধ্যমকে জানানো হয়।
আটকের সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মান্নানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১০টি এবং তার ছেলে নোমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই অভিযানে মাদক কিনতে আসা ছয়জনকে আটক করা হয়েছে। তারা হলেন আল আমিন, মো. তাহের, শহিদুল ইসলাম, মো. সুমন, মো. হানিফ ও ফয়সাল।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আব্দুল মান্নান সিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি। তিনি মূলত চোলাই মদ বিক্রি করেন। এ কারণেই তাকে সবাই মদ মান্নান নামেই চেনেন। তার ছেলে নোমান বিক্রি করে গাঁজা। লকডাউনে বাবা-ছেলে মিলে নিজ বাসাতেই মাদকের আসর বসিয়েছিল।
‘গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে নগরীর সুপারীওয়ালা পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।’
গ্রেপ্তার বাবা-ছেলে ও আটক ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহসীন।