Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় পাহাড়ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৩:৪১ PM
আপডেট: ২৭ জুলাই ২০২১, ০৩:৪১ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ার ক্যাম্প এলাকায় পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

ধসে পড়া মাটির চাপায় আহত হয়েছে আরও সাত থেকে আটজন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দজা নয়ন।

প্রাণ হারানো পাঁচজন হলেন নুর বাহার, শফিউল আলম, দিল বাহার, তিন বছরের আব্দুর রহমান ও দুই বছরের আয়েশা সিদ্দিক।

উখিয়ার বালুখালীর মঙ্গলবার সকালে ১০ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।

শামসৌদ্দজা বলেন, ‘আমরা পাহাড়ধসে পাঁচজন নিহতের খবর পেয়েছি। এ ঘটনা ঘটেছে ১০ নম্বর ক্যাম্পে। এছাড়া ৮ নম্বর ক্যাম্পে একজন শিশু পানিতে ডুবে মারা গেছেন। তবে সকালের কোন সময়ে এই ঘটনা ঘটেছে সেটি এখনও আমরা জানতে পারিনি। রিপোর্ট পেলে বিস্তারিত জানতে পারব।’

তিনি জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

Bootstrap Image Preview