Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে যৌন হয়রানি, হাইকোর্টে জামিন পায়নি শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ১২:০৩ AM
আপডেট: ২৮ জুলাই ২০২১, ১২:০৩ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


খুলনায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় স্কুল শিক্ষক কিরণ চন্দ্র মন্ডলকে জামিন দেননি হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ  দিয়ে আদেশ দেন।

আদালতে শিক্ষকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও জি এম নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

প্রাইভেট পড়ানোর সময় অস্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় গত ২৩ মে স্কুল শিক্ষক কিরণ চন্দ্র মন্ডলকে (৬২) গ্রেফতার করে পুলিশ। এর আগের দিন ২২ মে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। 

আসামিকে গ্রেফতারের পরের দিন ২৪ মে হাসপাতালে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু এ পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাননি চিকিৎসক। এই মেডিকেল রিপোর্ট উপস্থাপন করে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয় হাইকোর্টে।  

Bootstrap Image Preview