Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়াবাসহ সৌদি যাত্রা, শাহজালালে আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০১:১৬ PM
আপডেট: ২৮ জুলাই ২০২১, ০১:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বুধবার সকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আজ বুধবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দাম নামের ওই যাত্রীকে আটক করা হয়।

এপিবিএন'র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান, সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচার করতে চেয়েছিলেন সাদ্দাম। কিন্তু স্ক্যানিংয়ের আগেই সেগুলো ধরা পড়ে।

তিনি জানান, লাগেজের ভেতরে বিশেষ কৌশল লুকানো ছিল ইয়াবা। প্রথমে অস্বীকার করলেও তল্লাশিতে ধরা পড়েন সাদ্দাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে আট হাজার ৯৫০ পিস ইয়াবা সংগ্রহ করেন তিনি। দাম্মামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

এর আগেও, আসামি সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে মামলা ছিল বলে জানায় পুলিশ।

Bootstrap Image Preview