শরীয়তপুরে পরকীয়ার জের ধরে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী।
বুধবার ভোরে শরীয়তপুর সদর পৌরসভার বাসস্ট্যান্ডের পেছনের বাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিযা সুলতানা মৌ ও তার দুই সন্তানসহ শরীয়তপুর পৌরসভার বাগিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
ঘাতক স্বামী আরিফ মুন্সী ফরিদপুর জেলার চান মিয়া মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্বামী আরিফ হোসেন তার স্ত্রী রাজিযা সুলতানা মৌকে (২৮) মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে পালং থানায় এসে পুলিশকে জানায়।
এর পর পুলিশ আরিফ মুন্সীকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে পালং মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
পালং থানার ওসি আকতার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আসামি এসে আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।