Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবিলম্বে এবং সম্মানের সাথে হেলেনাকে ছেড়ে দেওয়ার দাবি করলেন সেফুদা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০৫:৩৭ PM
আপডেট: ৩১ জুলাই ২০২১, ০৫:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হেলেনা জাহাঙ্গীরকে অবিলম্বে এবং সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফাত উল্লাহ সেফুদা

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে অবিলম্বে এবং সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফাত উল্লাহ সেফুদা। তিনি বলেন, "হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে আমার দেখা হয়নি। তবে টেলিফোনে কথা হতো। হেলেনা একজন স্মার্ট নারী, তিনি দুঃসাহসের স্ংগে কথা বলতেন।"

শুক্রবার (৩০ জুলাই) হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতারের পর লাইভে এসে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় সেফুদা বলেন, "রাতে হেলেনার বাসা ঘেরাও করে র‌্যাব তল্লাশি চালায়। ঘুম থেকে উঠে দেখি হেলেনাকে অ্যারেস্ট করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমার নাতি হেলেনা জাহাঙ্গীরকে অসম্মানজনকভাবে, একজন সিআইপিকে অ্যারেস্ট করা হলো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।"

তিনি আরও বলেন, "হেলেনা জাহাঙ্গীরের মেয়ের একটি সাক্ষাৎকার দেখলাম একটি টেলিভিশনে। হেলেনাকে মিথ্যা মামলায় জড়িয়ে তিলকে তাল করে র‌্যাবদেরকে দিয়ে তছনছ করা হয়েছে। ভাবটা এমন যে, চোর ধরা পড়েছে। ঘুম থেকে উঠে অনেক তথ্য নিয়েছি। হেলেনা জাহাঙ্গীরকে মিসগাইড করা হয়েছে। তাকে ছেড়ে দিন।"

এর আগে, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (৩০ জুলাই) গুলশান থানায় র‍্যাব বাদী হয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গুলশান থানায় দুটি মামলা দায়ের করে।

এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছারা বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের চারটি ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদার সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের লেনদেন ছিল। এছাড়া তাদের মধ্যে নানি-নাতির সম্পর্ক এবং নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

Bootstrap Image Preview