চিত্রনায়িকা পরীমনিকে নিতে র্যাবের গাড়ি ঢুকেছে তার বনানীর বাসায়।তবে তাকে কোথায় নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।তবে বলা হচ্ছে, তাকে স্থানীয় র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।
বুধবার সন্ধ্যা ৭টার পর তার বাসায় র্যাবের গাড়ি প্রবেশ করে।
‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালিয়েছে র্যাব। এরই মধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে।এর মধ্যে বিপুল পরিমাণ বিদেশি মদ রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মদ-ইয়াবাসহ নানা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এদিকে চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতারের খবরে তার বনানীর বাসার সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছে।