Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিস্টার অ্যাটর্নি জেনারেল, আইনের কীভাবে প্রয়োগ হচ্ছে আপনার দেখা উচিত: হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২১, ০৫:৫৭ PM
আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার নেত্রকোনায় দুই শিশুকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা সংক্রান্ত মামলার আবেদনের শুনানি হয়েছে। 

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, আমি যতটুকু নিউজ পড়ে জেনেছি, নেত্রকোনায় ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তার চেম্বারে বসে সাজা দিয়েছেন।এভাবে কি সাজা দিতে পারেন? উচ্চ আদালত আরও বলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল সব দিক আপনাকে দেখতে হবে। আপনি দেশের অ্যাটর্নি জেনারেল। আইনের কীভাবে প্রয়োগ হচ্ছে- এটা আপনার দেখা উচিত।

জবাবে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, মাই লর্ড আমি তো এ বিষয়ে কিছু জানি না। তখন হাইকোর্ট বলেন, অন দ্যা স্পটে গিয়ে মোবাইল কোর্ট সাজা দিতে পারে। কিন্তু উনি তো চেম্বারে বসে সাজা দিয়েছেন।জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ইয়েস, স্পটে (অপরাধ সংঘটিত স্থানে) সাজা দিতে পারেন।

পরে আদালত নেত্রকোনার আটপাড়া উপজেলায় দুই শিশুকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ দেন।পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাখ্যা দাখিলের এক কপি আগামী ২৬ আগস্টের মধ্যে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

Bootstrap Image Preview