Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয় নিয়ে মাঠ ছাড়ার আশায় বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২১, ০৮:১২ AM
আপডেট: ০৯ আগস্ট ২০২১, ০৮:১২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিজেরা ভুলের মালা গলায় না জড়ালে সিরিজও বাংলাদেশের ফেলে আসার কথা নয়। সিরিজের শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ দল। রোমাঞ্চকর ক্রিকেটীয় লড়াইয়ের পর পাঁচ ম্যাচের সিরিজ এখন শেষের দুয়ারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হোম কন্ডিশনের পূর্ণ ব্যবহার করে এ সিরিজে অনেক অর্জন পেয়েছে বাংলাদেশ দল। টানা তিন ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। চতুর্থ ম্যাচটা হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের আশা ফিকে হয়ে গেছে। তবে জয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ।

আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫টায়।

গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, পরিবর্তন আসবে একাদশে। তবে কাল (আজ) সকালে একটা মিটিং হবে, সেখানেই চূড়ান্ত হবে।

সিরিজ জিতে যাওয়ায় নির্ভার বাংলাদেশ দল। টানা চারটি ম্যাচেই একই একাদশ খেলিয়েছে বাংলাদেশ। ম্যাচ খেলার সুযোগই পাননি তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুনরা। আজ তাদের দেখা যেতে পারে একাদশে। বিশেষ করে টপঅর্ডারে সৌম্য সরকার, নাঈম শেখের ব্যর্থতার কারণে পরিবর্তনের দিকে যেতেই হতো টিম ম্যানেজমেন্টকে।

একাদশে পরিবর্তন আনলেও শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হারা স্বাগতিকদের টার্গেট ব্যাটিংয়ে উন্নতি আনা। কারণ সিরিজ জুড়েই বাংলাদেশের বোলিং ছিল দুর্দান্ত।

এদিকে আজ ম্যাচ খেলেই রাত ১টায় চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের ক্রিকেটাররাও ছুটি পাবেন। কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাবেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজের আগে আবারও ফেরার কথা রয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের।

Bootstrap Image Preview