করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে জারি করা কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় হাইকোর্টের সকল বেঞ্চে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী বুধবার (১১ আগস্ট) থেকে এই সিন্ধান্ত কার্যকর হবে।
রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী বুধবার থেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ ও এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে বিধিনিষেধ শিথিল সাপেক্ষে হাইকোর্টের সকল বেঞ্চ খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সব কিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।