Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামী রাজ কুন্দ্রার পর্ন সিনেমা তৈরির বিষয়ে জানতেন শিল্পা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ০৯:৪৪ AM
আপডেট: ১০ আগস্ট ২০২১, ০৯:৪৪ AM

bdmorning Image Preview


সম্প্রতি পুলিশের কাছে জবানবন্দি দেয়ার পর সংবাদমাধ্যমকে শার্লিন বলেন, ‘শিল্পা শেঠিও আমার খোলামেলা ভিডিও দেখেছেন এবং প্রশংসা করেছেন।’

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, পর্ন সিনেমা তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। বর্তমানে জেলেই রয়েছেন তিনি। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরেই তদন্তে উঠে আসে অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়ার নাম। তারপর থেকেই নানা সময়ে শার্লিন মুখ খুলেছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে। এমনকি শার্লিন বলেছিলেন, রাজ জোর করে তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন। আর এবার সোজাসুজি শিল্পা শেঠিকে টেনে নিয়ে আসলেন শার্লিন।

শার্লিন বলেন, ‘আমি কখনই ক্যামেরার সামনে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য রাজি হইনি। তবে আমার ভিডিওগুলো দিন দিন বেশি খোলামেলা হচ্ছিল। তাই পরেরদিকে একটু অস্বস্তি হয়েছিল আমার। কিন্তু রাজ আমাকে জানান, শিল্পা আমার ভিডিও দেখেছেন এবং প্রশংসাও করেছেন। ইন্ডাস্ট্রির সিনিয়রদের কাছ থেকে এরকম প্রশংসা পেলে তো ভালই লাগে। তবে এখন সেই শিল্পাই যদি বলেন, তিনি কিছুই জানেন না, তাহলে সত্যিই অবাক লাগে!’

এর আগে শার্লিন বলেন, ‘২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের সঙ্গে এই অ্যাপ নিয়ে কথাও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি।’

শার্লিন আরও বলেন, ‘শিল্পার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না রাজের। সেই দুঃখও প্রকাশ করেছিলেন রাজ কুন্দ্রা। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের কর্মকর্তাদের সামনে নিজের জবানবন্দি রেকর্ড করেছেন শার্লিন।

Bootstrap Image Preview